রাজবাড়ী সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃমজিবুর রহমান খান জুয়েল প্রকাশিত: ২৩ মার্চ , ২০২৫ ১১:৩২ আপডেট: ২৩ মার্চ , ২০২৫ ১১:৩২ এএম
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায়  (২২ মার্চ ২০২৫ ইং।) আহলাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মো. আসলাম মিয়া এবং জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মজুবুর রহমান শেখ।

ইফতার ও দোয়া মাহফিলে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রায় তিন হাজার মানুষ উপস্থিত ছিলেন। দেশ ও জাতির শান্তি, উন্নয়ন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ ধরনের আয়োজনের মাধ্যমে সংগঠনের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতারা।

এই বিভাগের আরোও খবর

Logo