রংপুর সদর উপজেলার ৫ নং খলেয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সদস্য ফরম বিতরণ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ই মার্চ ২০২৫ খ্রিঃ রোজ শনিবার বিকেল ৫ ঘটিকায় রংপুর সদর উপজেলার শলেয়াশাহ্ বাজারের লালচাঁদপুর খলেয়া উলুম বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে বিএনপি'র ফরম বিতরণ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার বিএনপি যুগ্ন আহবায়ক ও প্রধান সমন্বয়ক শাহ্ মোঃ মাসুদ রানা, রংপুর সদর উপজেলার বিএনপি আহবায়ক কমিটির সদস্য, জাহাঙ্গীর আলম, কাওছার,ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহবায়ক মাওলানা মাজেদী, জিয়া মঞ্চের ফারুক হোসেন, খলেয়া বিএনপির সহ স্থানীয় বিভিন্ন নেতা কর্মীদের উপস্থিতিতে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় প্রবক্তা ও বিএনপি'র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাতের কামনায় ও বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিল এর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) খলেয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সদস্য ফরম বিতরণ করা হয়। এর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় রংপুর সদর উপজেলার নেতা রংপুর সদর উপজেলার বিএনপি যুগ্ন আহবায়ক ও প্রধান সমন্বয়ক শাহ্ মোঃ মাসুদ রানা।