সংগঠন বিরোধী কর্মকাণ্ড যারাই করবে কাউকে ছাড় দেওয়া হবে না -মামুনুর রশিদ

মোঃ হানিফ প্রকাশিত: ২৯ জানুয়ারী , ২০২৫ ১৯:৪৫ আপডেট: ২৯ জানুয়ারী , ২০২৫ ১৯:৪৫ পিএম
সংগঠন বিরোধী কর্মকাণ্ড যারাই করবে কাউকে ছাড় দেওয়া হবে না -মামুনুর রশিদ
বিএনপি'র কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ বলেছেন যারা সংগঠনবিরোধী কোন কর্মকান্ড করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, তিনি যত বড় নেতাই হন না কেন দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবে

বিএনপি'র কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ বলেছেন যারা সংগঠনবিরোধী কোন কর্মকান্ড করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, তিনি যত বড় নেতাই হন না কেন দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবে এমন কোন কর্মকাণ্ডে যদি কেউ জড়িত হন তাদেরকে অবশ্যই দল থেকে বহিষ্কার করা হবে, তিনি বলেন এটা আমার কথা না আমাদের সকলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  সুস্পষ্ট নির্দেশনা। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেলার চাটখিল  উপজেলার পরকোট  দশঘরিয়া ইউনিয়ন হাইস্কুল মাঠে স্থানীয় বিএনপির আয়োজিত এক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় বিএনপি নেতা জিয়াদুল ইসলাম মুন্নার সভাপতিত্বে,আহাদ হোসেন মারুফ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নেতা হাজী বেলায়েত হোসেন, মোস্তাফিজুর রহমান,সাবেক পৌর কাউন্সিলর নূরনবী,যুবদল নেতা কফিল উদ্দিন, ফারুক হোসেন ও বেলায়েত হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি মামুনুর রশিদ আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির সহ সকল সহযোগী সংগঠনের নেতাও কর্মীদেরকে নিরলস ভাবে কাজ করে যেতে হবে। সভা শেষে তিনি দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এই বিভাগের আরোও খবর

Logo