ইবি'র পাঠ্য সিলেবাসে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লব-২০২৪ এর ইতিহাস

মোঃ ইউসুফ আলী-ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ৮ জানুয়ারী , ২০২৫ ০৬:৪৬ আপডেট: ৮ জানুয়ারী , ২০২৫ ০৬:৪৬ এএম
ইবি'র পাঠ্য সিলেবাসে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লব-২০২৪ এর ইতিহাস

ইবি'র পাঠ্য সিলেবাসে যুক্ত করা হচ্ছে ২০২৪ সালের জুলাই মাসের বিপ্লবের ইতিহাস। আজ (৭ই জানুয়ারি) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, জুলাই বিপ্লব-২০২৪ বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।

‎এটি জাতির গণজাগরণ ও সংগ্রামের মহাকাব্যিক একটি চিত্র।

চব্বিশের জুলাই-আগস্ট মাসের এই আন্দোলন শুধুমাত্র দাবি পূরণের লড়াই ছিল না; ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক বিপ্লব। এ বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর দাবি, শিক্ষামন্ত্রণালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সকল বিভাগের পাঠ্যসূচিতে জুলাই বিপ্লব এর ইতিহাস অন্তর্ভুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।

এই বিভাগের আরোও খবর

Logo