তীব্র গরমে এক নারীর হিট স্ট্রোকে মৃত্যু

দিপংকর চন্দ্র শীল প্রকাশিত: ২৩ এপ্রিল , ২০২৪ ০৭:০২ আপডেট: ২৩ এপ্রিল , ২০২৪ ০৭:০২ এএম
তীব্র গরমে এক নারীর হিট স্ট্রোকে মৃত্যু
বরগুনার আমতলীতে অজিতুন নেছা (৬০) নামে এক নারীর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চাওড়া চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা আমজেদ প্যাদার স্ত্রী অজিতুন নেছা অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে যায়।

বরগুনার আমতলীতে অজিতুন নেছা (৬০) নামে এক নারীর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার চাওড়া চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা আমজেদ প্যাদার স্ত্রী অজিতুন নেছা অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে যায়।

স্বজনরা তাকে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। আতলীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় জানান,অতি গরমে এখন প্রায় হিট স্ট্রোকে মৃত্যু ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এজন্য ঢিলেঢালা পোশাক বা হালকা রঙের সুতির কাপড় পড়ে হবে, যথাসম্ভব ঘরের ভিতরে অবস্থান করতে হবে, রোদের মধ্যে বাহিরে যাবার সময়ে টুপি, ক্যাপ অথবা ছাতা ব্যবহার করতে হবে, প্রচুর পরিমাণে খাবার স্যালাইন পান করতে হবে।

এই বিভাগের আরোও খবর

Logo