অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির উদ্যোগে ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার মাহফিল সফলের লক্ষ্যে গত শুক্রবার বিকালে নওয়াপাড়া এলবি টাওয়ারের ৫ তলায় হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান মতি, প্রধাব বক্তা হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ মোঃ রবিউল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, নওয়াপাড়া পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব রবিউল হোসেন রবি,মিটিং পরিচালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান।এসময় আরো উপস্থিত ছিলেন অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির ইউনিয়ন ও পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় প্রতিটি ওয়ার্ডে একত্রে ইফতার মাহফিল পালন করার সিদ্ধান্ত হয়। দলের কোনো নেতা কর্মী কোনো শালিশ দরবার, দখল দারিত্ব, চাদাবাজি,জরিমানা করা, সন্ত্রাস হামলা জখম, দুর্নীতিতে জড়িত হলে অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে। অপরাধ প্রমানিত হলে অপরাধী আজীবন বহিষ্কার হতে পারে এটি একটি কঠোর বার্তা দলের নেতাদের প্রতি।