অনেক জল্পনা কল্পনা ও কয়েক দফা তারিখ পেছানোর পর অবশেষে উদ্বোধন হচ্ছে কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের
অনেক জল্পনা কল্পনা ও কয়েক দফা তারিখ পেছানোর পর অবশেষে উদ্বোধন হচ্ছে কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের। এর আগে ধর্ম উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা দুই দফা উদ্বোধন করার কথা থাকলেও নানা কারণে উদ্বোধন করা যায়নি।
তবে সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আগামী বৃহস্পতিবার ২ দিনের সফরে কক্সবাজার আসছেন বলে নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রেরিত উপদেষ্টার ভ্রমন সূচীর মারফত জানা যায় । আগামী বৃহস্পতিবার ধর্ম উপদেষ্টা কক্সবাজার সফর করবেন এবং শুক্রবার বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমেদ প্রেরিত সফরসূচীতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৪ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ও আধুনিক সুবিধা সংবলিত এই মসজিদ নির্মানে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। মসজিদটিতে একসঙ্গে ১২শ মুসল্লী নামাজ আদায় করতে পারবে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ১৩ ধরনের বিশেষ সুবিধা রয়েছে। এগুলো হচ্ছে— নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দ্বিনি দাওয়া কার্যক্রম, পবিত্র কোরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষায় ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, হজ যাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণ, ইমামের প্রশিক্ষণ, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের অফিসের ব্যবস্থা।