পঞ্চগড়ে শীতের আগমন

গৌরব কুমার দাস প্রকাশিত: ১৫ অক্টোবর , ২০২৪ ১৯:০৩ আপডেট: ১৫ অক্টোবর , ২০২৪ ১৯:০৩ পিএম
পঞ্চগড়ে শীতের আগমন
পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয় কন্যা খ্যাত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের পাদদেশে অবস্থানের কারনে অন্যান্য স্থানের চেয়ে একটু আগেভাগেই শীতের আগমন ঘটে এখানে। এবছরও তার ব্যাতিক্রম হয়নি। মৌসুমি বায়ূ চলে যাওয়ায় দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশার চাদরে ঢাকতে শুরুকরেছে এ জেলার চারপাশের প্রকৃতি। রাতে টিনের চালায় শিশির পরার টিপটিপ শব্দ, সদ্য বেরিয়ে আসা ধানের শীষের ডগায় শিশির কনা কিনবা দূর্বাঘাসে শিশিরের চাদর জানান দিচ্ছে শরৎ এসেগেছে।

পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয় কন্যা খ্যাত  দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের পাদদেশে অবস্থানের কারনে অন্যান্য স্থানের চেয়ে একটু আগেভাগেই শীতের আগমন ঘটে এখানে। এবছরও তার ব্যাতিক্রম হয়নি। মৌসুমি বায়ূ চলে যাওয়ায় দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশার চাদরে ঢাকতে শুরুকরেছে এ জেলার চারপাশের প্রকৃতি। রাতে টিনের চালায় শিশির পরার টিপটিপ শব্দ, সদ্য বেরিয়ে আসা ধানের শীষের ডগায় শিশির কনা কিনবা দূর্বাঘাসে শিশিরের চাদর জানান দিচ্ছে শরৎ এসেগেছে।
অক্টোবরের শুরু থেকেই রাতে গায়ে জড়াতে হচ্ছে কাথা কম্বল। রিক্সা চালক, মটর সাইকেলে আরোহিদের পরতে হচ্ছে গরম কাপড়। রাতের কুয়াশায়  মহাসড়কে  ফগ-লাইট'র আলো ও ধেয়ে আসা  কাঞ্চনজঙ্ঘার হিমেল হাওয়ায় নতুনরূপে  সেজেছে এ জেলার প্রকৃতি ও জীবন।


দেশজুড়ে অসহ্য তাপদাহের পর হীম হীম অনুভূতির ছোঁয়া পেতে আর কাঞ্চনজঙ্ঘার অপরুপ রুপে মুগ্ধ হতে এরই মধ্যে জেলায় আগমন ঘটতে শুরু করেছে পর্যটকদের।
দিনাজপুর থেকে ঘুরতে আসা সম্পা আক্তার বলেন বচ্চাদের স্কুল বন্ধ থাকায় খালিচোখে কাঞ্চনজঙ্ঘার সুন্দর্য  দেখতে তেঁতুলিয়া পরিবার নিয়ে বেড়াতে এসেছেন তিনি।
সারাদেশ থেকে অক্টোবর -নভেম্বর মাসে বহু পর্যটক এখানে বেড়াতে আসেন। মুলত সমতলের চা বাগান,  কাঞ্চনজঙ্ঘা, বাংলাবান্ধা জিরোপয়েন্ট দেখতে বছরের এ সময়ে প্রচুর  পর্যটকদের আগমন ঘটে এখানে।

স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী  বলেন বৃষ্টি না থাকলেও গত দুইদিন ধরে এখানে সূর্য লুকোচুরি করছে। কৃষক মুহিদুল বলেন  শীতকালী শাকসবজির ও রবি শষ্যের জন্য তারা ফসলের মাঠ প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক রাসেল শাহ এই প্রতিবেককে জানান, গত কয়েকদিন ধরেই জেলার সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে২০-১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ সময় আকাশ মেঘমুক্ত থাকলে দিনের বেলা উঁকি দিতে পারে কাঞ্চনজঙ্ঘাও। তবে এ মাসের শেষের দিকে তাপমাত্রা আরো কমবে বলেও তিনি জানায়।

এই বিভাগের আরোও খবর

Logo