শিবগঞ্জের চৌকা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা

মোঃ মাইনুল ইসলাম প্রকাশিত: ৮ জানুয়ারী , ২০২৫ ০৯:৫৭ আপডেট: ৮ জানুয়ারী , ২০২৫ ০৯:৫৭ এএম
শিবগঞ্জের চৌকা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা

ভারত –বাংলাশে সীমান্ত এলাকায় ভারতের পক্ষ থেকে একেবারে সীমান্ত ঘেঁসা রাস্তা নির্মানের ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে দুইদিন ধরে উত্তেজনা  বিরাজ করছে। সরিয়ে নেয়া হয়েছে  সীমান্তের মাঠ এলাকা হতে কৃষক সহ সব শ্রেণীর লোকজন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন তেমন কোন ঘটনা ঘটেনি। এখন  পরিস্থিতি শান্ত আছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বিনোদপুর ইউনিয়নাধীন বিজিবির ৫৯ ব্যাটালিয়নের  চৌকা বিওপির অধীনস্ত  পিলার নং ১৭৭ এর ১এস, ২ এস ও ৩ এস এলাকায়। এলাকাবাসী ও বিজিবি  সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারী সমবার সকালে ভারতে মালদহ জেলার গোপালগঞ্জ থানার শুব্দপুর বি এস এফ কাম্পের সদস্যরা  সীমান্ত ঘেষে রাস্তা নির্মানের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেয়া হয়। ফলে রবিবার বিকালে উভয় পক্ষের পতাকা বৈঠক হলেও কোন সমাধান হয়নি। পরের দিন আবারো বি এস এফের পক্ষ থেকে রাস্তা নিমানের কাজ শুরু করলে বিজিবি বাধা দেয়। এতে উত্তেজনা বৃদ্ধি পায়। এ সংবাদ লিখা পর্যন্ত ওই এলাকায় সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।বি এস এফের পক্ষ থেকে রাস্তা নির্মানের কাজ সাময়িকভাবে বন্ধ রেখেছে। কৃষকরা মাঠ থেকে সরে গেছে। এ ব্যাপারে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল  গোলাম কিবরিয়া বলেন,ঠিক রাস্তা নির্মান নয়, রাস্তা নির্মানের জন্য পূর্ব পরিস্থিতি হিসাবে মাটি খুঁড়াখুঁড়ি শুরু করেছিল। তিনি আরো জানান পরিস্থিতি  এখন শান্ত রয়েছে। ভারতের পক্ষ থেকে তাদরে সীমান্ত এলাকায় বি এস এফ সদস্য মোতায়েন রয়েছে। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমরাও আমাদের সীমান্তে এলাকায় বিজিবি মোতায়েন রেখেছি। সাধারণ মানুষের ভয়ের কোন কারণ নেই।

এই বিভাগের আরোও খবর

Logo