বান্দরবানের, লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে তুচ্ছ ঘটনায় আপন ভাইদের বেদড়ক মারধরে রক্তাত দ্বীপ্তি বড়ুয়া(৩৬)। অজ্ঞান অবস্থায় বাড়ীর পার্শ্ববর্তী লোকজন উদ্ধার করে লামা হাসপাতালে ভর্তি করে। এখনো জ্ঞান ফেরেনি দ্বীপ্তি বড়ুয়া (৩৬) স্বামী- শুসেন বড়ুয়া।
ঘটনাটি ঘটেছে লামা রূপসীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে, ভদ্রসেন পাড়া। সময়- ২১ মার্চ ২০২৫ ইং তারিখ রাত সাড়ে ৮ ঘটিকার সময়।
ইউনিয়নের ওয়ার্ড মেম্বার শীতা বড়ুয়া ও দফাদার সাবল বড়ুয়া জানান, দ্বিপ্ত বড়ুয়াকে বেদড়ক মারধর করে রক্তাক্ত করে অজ্ঞান করে ফেলে। পার্শ্ববর্তী এলাকাবাসী তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসে। দ্বীপ্তি বড়ুয়ার এখনো জ্ঞান ফিরেনি তিনি লামা সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।