লাখাই উপজেলার ঐতিহ্যবাহী এবং সর্ববৃহৎ বাজার হলো স্থানীয় বুল্লা বাজার । স্থানীয় বুল্লা বাজারের সড়কের চৌরাস্তার মোড়ে সবসময় যানজট লেগেই থাকে। যানজটের কারণে ভোগান্তির শেষ নেই।মোটরসাইকেল আরোহী সহ যে কোন গাড়ির যাত্রীদের এবং স্থানীয়দের এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। শুধু তাই নয় উপজেলার বিভিন্ন বাজারে কালাউক বাজার, বামৈ বাজারে যানজট যেন নিত্যদিনের ঘটনা। বুল্লা বাজার চৌরাস্তার মোড়ের রোডে যানজট নিরসনের জন্য মাঠে নেমেছেন লাখাই থানার অফিসার ইনচার্জ বন্দে আলী। তিনি যানযট নিরসনে বিভিন্ন গাড়ি চালক ও রাস্তার পার্শের দোকানদারদের নানা নির্দেশনা দেন। এবং যানযট নিরসনে সকলের সহযোগীতা কামনা করেন। ৯ মার্চ ( রবিবার) বিকালে বুল্লা বাজার সড়কের যানজট নিরসনের জন্য তিনি এ কাজ শুরু করেন। তিনি হাতে হ্যান্ড মাইক নিয়ে জনসাধারণ ও গাড়ি চালকদের সতর্ক করেন। এবং তিনি দীর্ঘক্ষণ সময় বুল্লা বাজারে যানজট নিরসনের জন্য নিজে দায়িত্ব পালন করতে দেখা যায়।এ সময় ওসি বন্দে আলীর যানজট নিরসনের এ উদ্যোগ দেখে প্রশংসা করেন স্থানীয় জনগণ ও ব্যবসায়ীগণ। এ সময় লাখাই থানা পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী জানান, বুল্লা বাজার সবসময় যানজট লেগেই থাকে। যানজটমুক্ত করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।বুল্লা বাজারে চৌরাস্তার মোড়ে কোন যানজট থাকবেনা।সড়কের দু পাশে প্রতিবদ্ধকতা সৃষ্টহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এবং অবৈধভাবে সিএনজি, টমটম, ও বাস সহ কোন গাড়ি যদি পার্কিং করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। একটি সুন্দর, পরিচ্ছন্ন, যানজটমুক্ত লাখাই উপজেলা গড়তে সকলের সহযোগীতা দরকার বলেও তিনি উল্লেখ করেন।