বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের কষ্টি পাথরসহ ১ জন গ্রেফতার।

মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:২৭ আপডেট: ৬ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:২৭ পিএম
বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের কষ্টি পাথরসহ ১ জন গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে ০৪ ফ্রেব্রুয়ারী'২০২৫ ইং রাত ১০টার দিকে র‍্যাব-১৩ সিপিসি-২ নীলফামারি মেজর ইসতিয়াকের নেতৃত্বে বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায়

গোপন সংবাদের ভিত্তিতে ০৪ ফ্রেব্রুয়ারী'২০২৫ ইং রাত ১০টার দিকে র‍্যাব-১৩ সিপিসি-২ নীলফামারি মেজর ইসতিয়াকের নেতৃত্বে      বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায়  যৌথ অভিযানে বীরগঞ্জের ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার এলাকার কৃষক মৃত ছমির আলীর ছেলে গোলাম মোর্শেদের বাড়ীর গোয়াল ঘরের পিছনে গর্তে পাটি দিয়ে মোড়ানো পলিথিন প‍্যাচানো মুর্তিটি মাটি খুড়ে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িতদের মধ্যে ঐ এলাকার আবেদ আলীর পুত্র আক্কাস (৪০) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। জানা গেছে কোটি কোটি টাকা মুল্যের ঐ কষ্টি পাথরটি একটি সংঘবদ্ধ চক্র আত্মসাত করতে চেয়েছিল কিন্তু প্রশাসন সজাগ থাকায় তাদের অসৎ উদ্দেশ্য সফল হয়নি। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনা নিশ্চিত করে বলেন মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরোও খবর

Logo