লাখাইয়ে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০

পারভেজ মিয়া প্রকাশিত: ১৭ মার্চ , ২০২৫ ১৩:৪৯ আপডেট: ১৭ মার্চ , ২০২৫ ১৩:৪৯ পিএম
লাখাইয়ে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০
লাখাইয়ে বাড়ির সীমানা প্রাচীরকে কেন্দ্র করে দুই পক্ষ লোকজনের মধ্যে ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ হয়েছে

লাখাইয়ে বাড়ির সীমানা প্রাচীরকে কেন্দ্র করে দুই পক্ষ লোকজনের মধ্যে  ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন ব্যক্তি আহত হয়েছেন বলে জানাগেছে। গতকাল রবিবার দুপরে উপজেলার আয়নাটুক গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালহ বিভিন্ন হাসপাতাল চিকিৎসা সেবা দেয়া হয়েছে।    স্থানীয় সূত্রে জানা যায়, আক্কাস /রইস আলী সমর্থক লোকজনের সাথে মনা মিয়া সমর্থক লোকজনের মধ্যে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল, তার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ প্রতিপক্ষের ১যুবকে রাস্তা পেয়ে মারধর করেন, তার জেরে গত শনিবার দুই দফা সংঘর্ষ সংগঠিত হয়, পবর্তীতে দুই পক্ষের লোকজন ফের গতকাল রবিবার  দেশীয় অস্ত্র(বাঁশ/লাঠি) নিয়ে সংঘর্ষে জড়িয়ে যায়। খবর পেয়ে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এদকল পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায়  দুইপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের আইসি নান্নু মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  বাড়ির সীমানা প্রচীরকে কেন্দ্র করে সংঘর্ষের সুত্রপাত।

এই বিভাগের আরোও খবর

Logo