রাজবাড়ীতে শহীদ গণির স্মরণে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুলাই , ২০২৫ ১৫:৩৩ আপডেট: ১৯ জুলাই , ২০২৫ ১৫:৩৩ পিএম
রাজবাড়ীতে শহীদ গণির স্মরণে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ গণির অবদান স্মরণে রাজবাড়ীর সদর উপ‌জেলার খানখানাপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) বিকেলে শহীদ গণির নিজ বাসভবনে এ কর্মসূচির আয়োজন করে খানখানাপুর ইউনিয়ন বিএনপি।মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া।এছাড়াও খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব শাহিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হোসেন গাজী, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এসময় মোঃ আসলাম মিয়া বলেন, “জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান এই দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদ গণির মতো সাহসী তরুণদের আত্মত্যাগেই আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পেরেছি। গত এক বছর ধরে আমি শহীদ গণির পরিবারের সকল দায়িত্ব পালন করছি। ছেলের চাকরি থেকে শুরু করে মেয়ের লেখাপড়ার খরচও আমি দেখছি।”অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন। পরে শহীদ গণিসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং শহীদ গণির প্রতি শ্রদ্ধা নিবেদনে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

এই বিভাগের আরোও খবর

Logo