চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃ ইসমাইল ইমন প্রকাশিত: ১০ জুন , ২০২৪ ১১:০৪ আপডেট: ১০ জুন , ২০২৪ ১১:০৪ এএম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
পরবর্তীতে গত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যাসমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে অবগত করেন উপ-পুলিশ কমিশনার (ফোর্স অ্যান্ড ওয়েলফেয়ার) মোহাম্মদ মাহবুব আলম খান, পিপিএম। সভার বক্তব্যে সিএমপি কমিশনার পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এসময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন ও তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন।

০৯ ই জুন (রবিবার)সকাল ১০ টায় চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জুন মাসের মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে গত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যাসমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে অবগত করেন উপ-পুলিশ কমিশনার (ফোর্স অ্যান্ড ওয়েলফেয়ার) মোহাম্মদ মাহবুব আলম খান, পিপিএম। সভার বক্তব্যে সিএমপি কমিশনার পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এসময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন ও তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন। 

এছাড়াও সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ সদস্য কনস্টেবল মোঃ কবির উদ্দিন সরকার, কনস্টেবল কাজী গোলাম সরোয়ার ও সাঁটলিপিকার ও মুদ্রাক্ষরিক ফরিদ উদ্দিন আক্তারগণকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।

এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর)মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo