ইউএনও ও ওসির সঙ্গে জামায়াত প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ১৫ জুলাই , ২০২৫ ১৮:৩৮ আপডেট: ১৫ জুলাই , ২০২৫ ১৮:৩৮ পিএম
ইউএনও ও ওসির সঙ্গে জামায়াত প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ
১৫ জুলাই মঙ্গলবার দুপুরে নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব জাহাঙ্গীর আলম এবং অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. গোলাম কিবরিয়া (ভিপি)।

১৫ জুলাই মঙ্গলবার দুপুরে নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব জাহাঙ্গীর আলম এবং অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. গোলাম কিবরিয়া (ভিপি)। সাক্ষাৎকালে তিনি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ এবং উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা বিষয়ে আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন  নকলা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার, সেক্রেটারি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরুজ, পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা হযরত আলীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। সাক্ষাত শেষে নেতৃবৃন্দ ইউএনও ও ওসিকে ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে প্রশাসনের সঙ্গে শান্তিপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরোও খবর

Logo