পটুয়াখালীর কলাপাড়ায় ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

আসাদুল্লাহ হাসান মুসা প্রকাশিত: ১৭ মার্চ , ২০২৪ ১০:০০ আপডেট: ১৭ মার্চ , ২০২৪ ১০:০০ এএম
পটুয়াখালীর কলাপাড়ায় ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
পটুয়াখালীর কলাপাড়ায় ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী (পরিবেশবাদী ও প্রানিকল্যান সংগঠন) শাখার সদস্যদের সহযোগিতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন।

পটুয়াখালীর কলাপাড়ায় ২০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী (পরিবেশবাদী ও প্রানিকল্যান সংগঠন) শাখার সদস্যদের সহযোগিতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর হোসেন উপস্থিত থেকে এসব জাল পুঁড়িয়ে ধ্বংস করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, যেসব জেলেরা মাছ শিকারের জন্য চায়না ও দুয়ারী জাল ব্যবহার করে তাদের আইনের আওতায় আনা হবে। 

অ্যানিমেল লাভার অব পটুয়াখালী সংগঠনের কলাপাড়া টিম লিডার মো: রাকায়েত আহসান জানান, এই এলাকায় বেশ কিছু দিন ধরেই আমরা দেখে আসি এতই জালের কারনে আমাদের রেনু মাছ গুলো একদম ধ্বংস হয়ে যায় ফলে দেশীয় মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তাই আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা নেই।

এই বিভাগের আরোও খবর

Logo