চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন যারা

জাকির হোসেন প্রকাশিত: ২৩ এপ্রিল , ২০২৪ ০৭:৪৮ আপডেট: ২৩ এপ্রিল , ২০২৪ ০৭:৪৮ এএম
চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন যারা
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (২য় ধাপে) চলতি বছরের ২১ মে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল মোতাবেক রোববার (২১ এপ্রিল) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ধার্য ছিল।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (২য় ধাপে) চলতি বছরের ২১ মে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল মোতাবেক রোববার (২১ এপ্রিল) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ধার্য ছিল।

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এ ৩ পদে ১১ জন এবং সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এ ৩ পদে ১৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চাটখিল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন: আলহাজ্ব জাহাঙ্গীর কবির, খায়েরুল বাসার, মোঃ কাউছার আহম্মদ, কাজী মাইন উদ্দীন ও জেড..এম. আজাদ খান। উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন- এইচ.এম আলী তাহের, মোঃ আহসান হাবীব, রিয়াজ খান ও মোঃ সামছুল আলম। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ন পত্র জমা দিয়েছেন- রোজিনা আক্তার ও শামীমা আক্তার।
সোনাইমুড়ী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন: আ.ফ.ম বাবুল, মোঃ মহি উদ্দিন, হামিদ মোঃ ইফসুফ, মোঃ মমিনুল ইসলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোঃ খলিলুর রহমান, রিয়াজ হোসেন, জাবেদ আলম কিরণ, হেফজুর রহমান রিজবী, আবু বকর ছিদ্দিক ও মোঃ ইউসুফ। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ন পত্র জমা দিয়েছেন- রুবিনা আক্তার, আয়েশা আক্তার, বেগম রোকেয়া, মারজাহান আক্তার ও নার্গিস আক্তার।উল্লেখ্য ৩০ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।

এই বিভাগের আরোও খবর

Logo