নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জননী ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে বাইক চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মাস্তান নগর নামক স্থানে পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পার্শ্ববর্তীতে চাটখিল-সোনাইমুড়ী সড়কে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জননী ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে বাইক চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মাস্তান নগর নামক স্থানে পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পার্শ্ববর্তীতে চাটখিল-সোনাইমুড়ী সড়কে। নিহত মো: জুনায়েদ (২৪) খিলপাড়া ইউনিয়নের মোজ্জাতপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পাঁচগাঁও ইউনিয়নের নিজ ভাওর মাস্তান নগর নামক স্থানে পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে চাটখিল - সোনাইমুড়ী সড়কে জননী ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জুনায়েদ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল ইসলামিয়া হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা অবনতি দেখলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লাতে প্রেরণ করলে পথেই অতিরিক্ত রক্তক্ষরণে জুনায়েদ মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান জননী বাসটি বেপরোয়া গতিতে চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে । চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানাান, জননী বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও হেলপার পালিয়ে যায়। এই ব্যাপারে থানায় মামলা হয়েছে। উল্লেখ্য জননী বাস সার্ভিসের অদক্ষ চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে।