নিয়ামতপুর উপজেলা বিএনপির নব-নির্বাচিত
কমিটিকে প্রেসক্লাবের সংবর্ধনা
নিয়ামতপুর উপজেলা বিএনপি’র নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রধান করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে সংবর্ধনা সভার আয়োজন করে নিয়ামতপুর প্রেসক্লাব। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু।সাধারণ সৎম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও যুগান্তর প্রতিনিধি রেজাউল ইসলাম সেলিম। বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ইছাহাক আলী সরকার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মো. ছালেক চৌধুরী।সভায় বক্তারা সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ স্বাধীনভাবে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত আরও উপস্থিত ছিলেন নব-নির্বাচিত কমিটির যুগ্ম সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা ও জাহাঙ্গীর কবির বাচ্চু, প্রেসক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন শেখ, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান, সাংগাঠনিব সৎম্পাদক এসএম শাহ আলম, দপ্তর সম্পাদক রনজিত মিনজসহ সকল সদস্যবৃন্দ। আলোচনা শেষে নব-নির্বাচিত কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়।