যশোরের অভয়নগরে সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সূধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২ টা থেকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, জামায়াতে ইসলামী অভয়নগর শাখার সভাপতি সরদার শরিফ হোসেন, উপজেলা হেফাজতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বাসার, ইসলামী আন্দোলন অভয়নগর শাখার সভাপতি আক্তার উদ্দিন পলাশ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শিক্ষার্থী ফয়সাল আহমেদ, রাফি আহমেদ, সিয়াম হোসেন ও ওয়াফিয়া অর্পা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মারুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন দোবাশীষ দাস নান্টু।