লাখাইয়ের বুল্লা বাজারে সারের শতাধিক বস্তা কালো বাজারে দেদারছে বিক্রি

পারভেজ মিয়া প্রকাশিত: ৪ ডিসেম্বর , ২০২৪ ২১:৪৫ আপডেট: ৪ ডিসেম্বর , ২০২৪ ২১:৪৫ পিএম
লাখাইয়ের বুল্লা বাজারে সারের শতাধিক বস্তা  কালো বাজারে দেদারছে বিক্রি
লাখাইয়ের বুল্লা বাজারে সারের শতাধিক বস্তা কালো বাজারে দেদারছে বিক্রি

লাখাই উপজেলা বুল্লা বাজারের আজাদ এন্টারপ্রাইজের দোকান হতে দিন-দুপুরের নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রয় করা হয়।জানা যায়, গত ৩ ডিসেম্বর রোজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় লাখাই উপজেলার বুল্লা বাজারে আজাদ এন্টারপ্রাইজ দোকান থেকে শতাধিক বস্তা সার বিক্রয় করা হয় শিবপুর গ্রামের শাহনবীর কাছে।লাইসেন্স বিহীন কারো কাছে সার এভাবে বিক্রয় করা নিয়ম না থাকলেও তারা বেশি মুনাফা অর্জনের লক্ষে প্রতিনিয়তই কালোবাজারে বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে সার বিক্রয় করেছে বলে অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার বুল্লা বাঁশবাজার এলাকায় সুতাং নদীর মাঝে নৌকা বুঝাই করে সারের শতাধিক বস্তা নিয়ে যেতে দেখলে। জিজ্ঞাসা করলে নৌকার মালিক শিবপুর গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে আলী আকবর জানান এ সার শিবপুর গ্রামের শাহনবী নামের এক ব্যবসায়ীর। তিনি এ সার বিক্রি করার জন্য ক্রয় করেন।এভাবে সার বিক্রি করার ফলে এলাকার কৃষক তাদের ন্যায্য মূল্যে সার পায়না। ব্যবসায়ীরা এভাবেই কৃত্রিম সংকট তৈরি করে সারের মূল্য বাড়িয়ে দেয়।এ ব্যাপারে শাহনবীর সাথে এ প্রতিনিধি মুঠোফোনে আলাপ করলে তিনি বলেন, আমি এ সার ক্রয় করেছি হাফিজুল মিয়ার দোকান থেকে বিক্রি করার জন্য। লাইসেন্স আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি জানান লাইসেন্স নেই। তবে আমি লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে এখান থেকে সার ক্রয় করে বিক্রি করি। নিয়ম বহিভূত কিনা জিজ্ঞেস করলে বলেন,আমি আর এভাবে সার বিক্রয়ের জন্য ক্রয় করবো না।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান কে জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জ্যোতিষ লাল দাস কে পাঠান।এ ব্যাপারে জ্যোতিষ লাল দাস জানান, আমি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ী হাফিজুল ইসলামের সাথে যোগাযোগ করলে,হাফিজুল ইসলাম বলেন আমি এই সার কৃষকের কাছে বিক্রি করেছি এবং তাদের তালিকা পরে জমা দেবে বলে জানান।এ ব্যাপারে এ প্রতিনিধি আজাদ এন্টারপ্রাইজ এর প্রোপাইটার হাফিজুল ইসলামের সাথে যোগাযোগ করলে জানান, আমি এ সার কৃষকের মাঝে বিক্রি করেছি। শাহনবী একজন ব্যবসায়ী বলে জিজ্ঞেস করলে তিনি সদোত্তর দিতে পারেনি। 

এই বিভাগের আরোও খবর

Logo