রামপাল মোংলার মানুষ চোর এদের কোন চাকরি হবে না বলতেন খালেক তালুকদার

মোঃতৌকির আহমেদ শেখ প্রকাশিত: ৮ ডিসেম্বর , ২০২৪ ২২:০৯ আপডেট: ৮ ডিসেম্বর , ২০২৪ ২২:০৯ পিএম
রামপাল মোংলার মানুষ চোর এদের কোন চাকরি হবে না বলতেন খালেক তালুকদার
রামপাল মোংলার মানুষ চোর এদের কোন চাকরি হবে না বলতেন খালেক তালুকদার

শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা বিতরণ এবং সমাজের সর্বস্তরের সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতার প্রতিবাদ সমাবেশপ্রধান অতিথি —কৃষিবিদ শামীমুর রহমান শামীম গবেষণা বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি সাধারণ সম্পাদক, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, কেন্দ্রীয় কমিটি। রামপাল মংলার সব ধর্মীয় মানুষদেরকে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।  ইনসাফভুক্ত ভাবে সমাজ গঠন করতে হবে। তিনি বলেন রামপাল মংলার বেকার ছেলেপেলেদের চাকরি থেকে বিগত সালের এমপি বাধা সৃষ্টি করতেন খালেক তালুকদার বলতেন এই এলাক একটা চোর এখানে ছেলেপেলেদের কোন চাকরি হবে না।এই কথার প্রতিবাদ  তিনি বলেন এখন থেকে সবার চাকরি হবে এই এলাকার ছেলেমেয়েদের এছাড়াও তিনি সবাইকে শান্ত থেকে শান্তি কায়েম করতে সবাইকে ঐক্য থাকার আহ্বান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমআহবায়ক, বাগেরহাট জেলা বিএনপি
বক্তব্য রাখেন শেখ হাফিজুর রহমান তুহিন আহবায়ক, রামপাল উপজেলা বিএনপি মোঃ ফিরোজ আকুঞ্জীসহ-সভাপতি, ১নং গৌরম্ভা ইউনিয়ন বিএনপি
সভাপতিত্ব লিয়াকত সদরদার সভাপতি, ১নং গৌরম্ভা ইউনিয়ন বিএনপি সঞ্চালনায় সরাফত হোসেন  সাধারণ সম্পাদক, ১নং গৌরম্ভা ইউনিয়ন বিএনপি ও 
মোঃ মাজহারুল ইসলাম রিপন সাবেক সহ-সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা যুবদল আরো বক্তব্য রাখবেন ১নং গৌরম্ভা ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ,

এই বিভাগের আরোও খবর

Logo