রোজ বৃহস্পতিবার লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে ০৬/০২/২০২৫ ইং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিম কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
করেন।
রোজ বৃহস্পতিবার লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে ০৬/০২/২০২৫ ইং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিম কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
করেন। সকাল হতে লায়ন্স ক্লাব অব জলঢাকা ও লায়ন্স ক্লাব অব নীলফামারীর যৌথ উদ্যোগে নীলফামারী জেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুর এর প্রতিষ্ঠাকালীন সদস্য,জলঢাকা উপজেলার নির্বাচিত সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান,নীলফামারী জেলা বিএনপির সহ সভাপতি,জলঢাকার মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ্ব সৈয়দ আলী,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ২ জোন চেয়ারপার্সন ক্লাবস লায়ন মোস্তাফিজ আহম্মেদ,লায়ন্স ক্লাব অব জলঢাকার চাটার্ড প্রেসিডেন্ট লায়ন সুমাইয়া চৌধুরী সার্থক,লায়ন্স ক্লাব অব নীলফামারীর চাটার্ড প্রেসিডেন্ট লায়ন মোঃখুরশিদ আলম আলো, ও সার্থক শরিফ এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এই শ্বীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে সমন্নয়কারী হিসেবে আমি এম শরীফুল ইসলাম বাবু এমজেএফ,সেক্রেটারী লায়ন্স ক্লাব অব রংপুর সার্বক্ষনিক সহযোগিতা করার চেষ্টা করেছি। আজ সকাল থেকে নিম্নে উল্লেখিত প্রতিষ্ঠান গুলোতে এই বিতরন কার্যক্রম পরিচালিত করা হয়।
১।দুন্দিবাড়ী মহিলা মাদ্রাসা,জলঢাকা,নীলফামারী
২।শরিফোননেছা মহিলা মাদ্রাসা গোলনা,জলঢাকা,নীলফামারী
৩।রশিদপুর আলহাজ্ব সৈয়দ আলী মাদ্রাসা,ধর্মপাল, জলঢাকা,নীলফামারী,
৪।আলহাজ্ব নাছির উদ্দিন হাফেজিয়া মাদ্রাসা,কাঠালী,জলঢাকা।
৫।পূর্ব খুটামাড়া জামেয়া মুশফেকিয়া গাফুরিয়া সামছুল উলুম দাওয়ারে হাদিস মাদ্রাসা ও এতিম খানা, জলঢাকা, নীলফামারী।পরিশেষে দোয়া ও
মুনাজাদ করে অনুষ্ঠানের ইতি টানেন।