রাজবাড়ী জেলার গোয়ালন্দে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু।

মোঃমজিবুর রহমান খান জুয়েল প্রকাশিত: ৩০ ডিসেম্বর , ২০২৪ ১৮:৫০ আপডেট: ৩০ ডিসেম্বর , ২০২৪ ১২:৫১ পিএম
রাজবাড়ী জেলার  গোয়ালন্দে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু।
রাজবাড়ীর গোয়ালন্দে গলায় ফাঁস দিয়ে অমল মন্ডল(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দে গলায় ফাঁস দিয়ে অমল মন্ডল(২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যু যুবক হলো গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লা পাড়ার কালাম মন্ডলের ছোট ছেলে। সে পেশায় একজন ট্রাক চালক। সোমবার ৩০ ডিসেম্বর গোয়ালন্দ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা  ৪ নং ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়ায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্ক নিয়ে প্রেমিকার  সাথে কথা কাটাকাটি হলে প্রেমিকা একপর্যায়ে তার ফোন রিসিভ না করায়।  তার বাড়ির পাশে মেহেগনির বাগানে গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে মার গেছে অমল। অমল একটি ভালো ছেলে ছিলো। সে মাটির ড্রাম ট্রাক চালাতো। অমলের বাবা কালাম মন্ডল জানান,আমার বড় ছেলেটি বিদেশে থাকে। ছোট ছেলে অমল। সে মাটির ড্রাম ট্রাক চালায়। সে যা ইনকাম করে সে নিজেই খরচ করে। তার কাছে আমি টাকা পয়সা চাই না। কারন আমার তো কোন অভাব নেই । কাল রাতে হঠাৎ করে আমার ছেলে বাড়িতে নেই।রাতে অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও পাইনি । তার ফোনে ফোন দিলে ফোন যাচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। এমতা অবস্থায় ভোররাতে আমার ছোট ভাইয়ের বউ তার বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছে। সে সময় তার বাড়ির পাশে মেহগনির বাগানে গাছের সাথে কিছু একটা ঝুলছে দেখে চিৎকার করে। তখন আমরা কাছে গিয়ে দেখি অমল গাছের সাথে ঝুলছে। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো.রাকিবুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। পোস্টমর্টেম রিপোর্ট আসলে হত্যার আসল রহস্য জানা যাবে। লাশটি  পোস্ট মর্টেমের  জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo