রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়ায় কেকেএস প্রদীপ প্রকল্পের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃমজিবুর রহমান খান জুয়েল প্রকাশিত: ৮ জানুয়ারী , ২০২৫ ০৮:২৮ আপডেট: ৮ জানুয়ারী , ২০২৫ ০৮:২৮ এএম
রাজবাড়ী জেলার  গোয়ালন্দের দৌলতদিয়ায় কেকেএস প্রদীপ প্রকল্পের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কেকেএস প্রদীপ প্রকল্পের আয়োজনে স্থানীয় পর্যায়ে এ‍্যাডভোকেসি ক‍্যাম্পেইনের মাধ্যমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে কেকেএস প্রদীপ প্রকল্পের আয়োজনে সেভ দ‍্য চিলড্রেনের সহযোগিতায় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মজীবী কল‍্যাণ সংস্থা কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন।

কেকেএস প্রদীপ প্রকল্পের সহকারি শিক্ষক সুমি আক্তারের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, মো. আসাদুজ্জামান খান, সেভ দ‍্য চিলড্রেনের ম‍্যানেজার ( শিক্ষা) মো. সাইফুল ইসলাম খান সেলিম প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo