ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবিতে বুধবার সকালে করেছে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা । সকাল ১১ টায় তার থেকে ১ পর্যন্ত শহরের শেখহাটি হাইকোর্ট মোড়ে অবস্থান নিয়ে এ বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রায় ৩ ঘন্টা বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা জানান, তারা ৪ বছর ডিপ্লোমা করার পর চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এসে তারা দশম গ্রেডে চাকরি পাবে, এটা যৌক্তিক না।
হাইকোর্টের আদেশের ফলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি প্রাপ্তি সংকুচিত হবে। তারা অবিলম্বে হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ক্লাস, পরীক্ষা বর্জনসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
পলিকেটনিক কলেজের সিভিল ৫ম সেমিস্টারের ছাত্র ইমামুল হোসেন জানান করোনার সময় ২০২১ সালে সারাদেশে ২ হাজার ১শ এর বেশি ক্রাফট ইন্সট্রাকটর পদে নিয়োগ পান। এরা কারিগরি শিক্ষার পরিবর্তে জেনারেল শাখা থেকে শিক্ষিত হয়েছেছ সম্প্রতিহাইকোর্টে আপিল করে। আপিলে প্রেক্ষিতে সম্প্রতি হাইকোর্টের রায়ে এসব ইন্সটেক্ট্রটররা ১০ গ্রেড ভুক্ত হয়েছেন। এটা আমরা মানি না। এই রায়ের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ কর্মর্সূচি। একই কথা জানান একই বিভাগের শিক্ষার্থী হুসাইন হাবী সহ আরো অনেক শিক্ষার্থী।
এ ব্যাপারে পলিকেটনিক কলেজের অধ্যক্ষ(অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার বলেন, হাইকোর্টে এমন কোন রায় খবর আমরা পায়নি। শিক্ষার্থীরা উড়ো কথা শুনে বিক্ষোভ করেছে।