চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ২ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:০৯ আপডেট: ২ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:০৯ পিএম
চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৯ ও ৩০ জানুয়ারী (বুধ ও বৃহস্পতিবার) দুই দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছগির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু: আনোয়ার আযিম। বিশেষ অতিথি  ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন,  ইউপি সদস্য মো: ফয়সাল আহম্মদ, মাহমুদ হোসেন সপন, সমাজসেবক মো: গোলাম সারোয়ার প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আখতার হোসেন শানু। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo