ভোলা চরফ্যাশনে ময়লার ড্রেনে পরে যুবকের মৃত্যু

মোঃ মাকসুদ আলম প্রকাশিত: ১৬ ডিসেম্বর , ২০২৪ ২২:০২ আপডেট: ১৬ ডিসেম্বর , ২০২৪ ২২:০২ পিএম
ভোলা চরফ্যাশনে ময়লার ড্রেনে পরে যুবকের মৃত্যু
ভোলা চরফ্যাশনে ময়লার ড্রেনে পরে যুবকের মৃত্যু

ভোলার চরফ্যাশনে সড়কের ওপর নির্মিত খোলা ড্রেনে পড়ে মোঃ মঞ্জু (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ড্রেনের স্লাব না থাকায় এমন মৃত্যু ঘটেছে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান। সূত্রে জানা যায়, পৌরসভা ৭নং ওয়ার্ডে টাউন স্কুলের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মৃত্য আনোয়ার আলী মাঝীর ছেলে পেশায় একজন নির্মাণ শ্রমিক। স্থানীয়রা জানান রাত ৮টার সময় ড্রেনের ওপর নির্মিত কালভার্টের হাঁতুলীর ওপর দাড়িয়ে মোবাইলে কথা বলছিলেন, এ সময় পা ফসঁকে ময়লা ভর্তি গভীর ড্রেনে পড়ে তলিয়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যার্থ হলে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টা খানেক চেস্টায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান,পরে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo