আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নূরুল হাসান ফরিদী বলেছেন, সারাদেশে ৫৫ হাজার আনসার সদস্য অঙ্গীভুত হয়ে কাজ করছে। বিভিন্ন জেলার পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে ৪ জন করে সদস্য ভাতার ভিত্তিতে কাজ করছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ভুমিকা রাখছে আনসার সদস্য। জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন পুলিশ সদস্যরা দায়িত্বে ছিল না। ওই সময় ৫৯ থানার মধ্যে ২৬ থানাসহ বিভিন্ন দফতরে আনসার সদস্যরা নিরাপত্তার দেয়ার দায়িত্ব পালন করেছে। কোন দেশের উন্নয়ন করতে হলে শান্তি শৃঙ্খরা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করতে পারলে দেশের উন্নয়ন হবে। আগামী নিরপেক্ষ নির্বাচনে আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এখন থেকে সকল সদস্যদের প্রস্তুতি নিতে হবে। যশোর শিল্পকলা একাডেমীতে রোববার সকালে অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুরিশ সুপার( সাময়িক দায়িত্বে) নূরে আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক, আনসার ব্যাটলিয়নের যশোর জেলার পরিচালক তরফদারন আলমগীর হোসেন, আনসার ব্যাটলিয়নের সাতক্ষীরার জেলার পরিচালক এফতেখারুল ইসলাম , আনসার ব্যাটলিয়নের সাতক্ষীরার জেলা কমাড্যান্ট আশরাফুজ্জামান। এসময় বক্তব্য রাখেন আনসার ব্যাটলিয়নের যশোর জেলা কমাড্যান্ট আল আমিন হোসে। অনুষ্ঠান পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তার, ঝিকরগাছা উপজেলা প্রশিক্ষক জাকির হোসেন। আলোচনা শুরুর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নূরুল হাসান ফরিদী।