রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় যৌনকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

মোঃমজিবুর রহমান খান জুয়েল প্রকাশিত: ১৫ ডিসেম্বর , ২০২৪ ২৩:৩০ আপডেট: ১৫ ডিসেম্বর , ২০২৪ ২৩:৩০ পিএম
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার  দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় যৌনকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়া(যৌনপল্লী) ৪'শত হতদরিদ্র অসহায় যৌনকর্মীদের মাঝে ফরিদপুর শাপলা মহিলা সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পূর্বপাড়া(যৌনপল্লী) ৪'শত হতদরিদ্র অসহায় যৌনকর্মীদের মাঝে ফরিদপুর শাপলা মহিলা সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বিতরণ কৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ২৫ কেজি মিনিকেট চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি আলু , ১ কেজি লবন,  ১ কেজি চিনি, ২ প্যাকেট  বিস্কুট,  ১ কেজি সুজি ও সয়াবিন তেল ১ লিটার। যৌনপল্লীর সংলগ্ন দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। বিতরণী অনুষ্ঠানে শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মল্ডলের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা(এসিল্যান্ড) আসাদুজ্জামান খান,বিশেষ অতিথি ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, শ্যামল প্রকাশ অধিকারী ডেপুটি নির্বাহী পরিচালক শাপলা মহিলা সংস্থা, পায়াক্ট বাংলাদেশ এর ম্যানেজার মজিবুর রহমান খান জুয়েল, শেখ রাজীব প্রমুখ।খাদ্য সামগ্রী নিতে আসা যৌনকর্মীরা বলেন, তাদের যৌনপল্লীতে চলতি বছরের গত  ৭ অক্টোবর  এক যৌনকর্মীকে তার নিজ ঘরে শ্বাসরোধ করে  নির্মম ভাবে হত্যার ঘটনা ঘটে। তার রেশ কাটতে না কাটেই ১২ অক্টোবর যৌনপল্লীতে স্থানীয় এক ইউনিয়ন ছাত্রদল কর্মী হত্যার ঘটনা ঘটে এর পর থেকেই দৌলতদিয়া যৌনপল্লীর আতঙ্ক বিরাজ করে আসছে, এরপর থেকেই যৌনপল্লীর অবস্থা খারাপ যাচ্ছে। এবং যৌনকর্মীদের খদ্দের আশা একেবারেই কমে গিয়েছে যে কারণে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যাচ্ছে। সরেজমিন গিয়ে বয়স্ক ও মধ্য বয়স্ক এবং শিশু সন্তান রয়েছে এমন যৌনকর্মীদের কথা বললে তারা বলেন, কোন কোন দিন তিন বেলা ঠিক মতো আমরা খাবার  জোগাতে পারছে না। তারা (যৌনকর্মী) আরো বলেন, আমাদের এই কষ্টের  সময় শাপলা মহিলা সংস্থা যে সহায়তার হাত বাড়িয়েছেন তাদের কে ধন্যবাদ।

এই বিভাগের আরোও খবর

Logo