নারী অধিকার সুরক্ষা করি উন্নত দেশ গড়ি এই পতিপাদ্যকে সামনে রেখেই রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮ মার্চ সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে দুদুখান পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, গোয়ালন্দ পৌরসভার হিসাব রক্ষক। মো.রেজাউল করিম,পৌরসভার উচ্চমান সহকারি মো. রুহুল আমীন, স্টর কিপার মো.জান্নাত হোসেন পলাশ,পরামর্শক কর্মকর্তা,আফরাত আরা পারভীন, প্রধান শিক্ষক আরিফা আক্তার, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মো. মোজাম্মেল হক, নাজমা আক্তার প্রমুখ।