রাজবাড়ীর গোয়ালন্দে রাসেল ভাইপার আক্রমন রোধে কষকদের মাঝে গামবুট বিতরন

মোঃমজিবুর রহমান খান জুয়েল প্রকাশিত: ৬ মে , ২০২৫ ১৭:৪৮ আপডেট: ৬ মে , ২০২৫ ১৭:৪৮ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দে রাসেল ভাইপার আক্রমন রোধে কষকদের মাঝে গামবুট বিতরন

 রাজবাড়ী জেলার  গোয়ালন্দ উপজেলায় রাসেল ভাইপার সাপের আক্রমন রোধে দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের কৃষক ও কৃষাণীদের মাঝে ১৫০ জোড়া গামবুট বিতরন করা হয়েছে।বুধবার ৭ এপ্রিল দুপুর ১২ টার সময়  উপজেলা প্রশাসনের আয়োজনে  ১২ নাম্বার চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে কৃষকদের মাঝে গামবুট বিতরন করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকনুজ্জামান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, দৌলতদিয়া ইউনিয়ন কৃষি কর্মকর্তা  মো. ইমরান মাহমুদ, চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো.শাজাহান প্রমুখ।
এ সময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, কৃষক ও কৃষাণীরা গামবুট পড়ে মাঠে কাজ করতে বললেন এবং সব সময় সতর্ক থাকতে বলেন। তিনি আরো বলেন আমরা ১শত৫০ জন  কৃষক ও কৃষাণীদের মাঝে গামবুট বিতরণ করেছি। 


উল্লেখ্য, গত দেড় মাসে গোয়ালন্দ উপজেলা উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের মজলিশ পুর ও চর কর্ণশনাসহ কয়েকটি অঞ্চলের বিষধর রাসেল ভাইপার সাপের কামরে ৩  জন কৃষক ও ১ জন কৃষাণী  আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে। এনিয়ে পুরো চরাঞ্চলে কৃষকদের মাঝে আতস্ক বিরাজ করছে।

এই বিভাগের আরোও খবর

Logo