রাজনীতিবিদদের সম্মান ফিরিয়ে আানতে হবে: ড.আতিক মুজাহিদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ মার্চ , ২০২৫ ১১:৪৯ আপডেট: ১৬ মার্চ , ২০২৫ ১১:৪৯ এএম
রাজনীতিবিদদের সম্মান ফিরিয়ে আানতে হবে: ড.আতিক মুজাহিদ
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড.আতিক মুজাহিদ বলেছেন, দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের রাজনীতিবিদদের সম্মান ফিরিয়ে আানতে হবে

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড.আতিক মুজাহিদ বলেছেন, দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের রাজনীতিবিদদের সম্মান ফিরিয়ে আানতে হবে। প্রকৃত রাজনীতিবিদদের সম্মান দিতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে সকল দলের সহাবস্থান থাকতে হবে। আজ কুড়িগ্রাম পৌর টাউন হলে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রধান অথিতির বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে ড.আতিক মুজাহিদ বলেন, কুড়িগ্রাম বাংলাদেশের একটি দারিদ্র-নিপীড়িত জেলা। বিগত সরকার এগুলোর আমলে কুড়িগ্রামের তেমন কোন দৃশ্যমান উন্নয়ন হয়নি। এ জেলার সাথে হয়েছিল বৈষম্য। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই আমরা বৈষম্য ঘুচিয়ে। সবাই এক হয়ে কুড়িগ্রামের উন্নয়নে কাজ করবো। কুড়িগ্রামকে এগিয়ে নিবো। এটাই আমাদের একমাত্র লক্ষ্য।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে কুড়িগ্রাম জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)অ্যাডভোকেট বজলুর রশিদ বলেন,' নতুন বাংলাদেশে ছাত্রদের আত্মত্যাগের কথা এ জাতি মনে রাখবে গভীরভাবে। তাদের ত্যাগকে আমরা স্যালুট করি। দেশ সংকটে পড়লে আবার তারা এগিয়ে আসবে। ৫ আগষ্টের বাংলাদেশেকে আর দেখতে চাই না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্র দেখতে চাই।কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ নিজাম উদ্দিন বলেন, আমাদের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করতে হবে। আমরা আর বৈষম্যের বাংলাদেশ দেখতে চাই না। ছাত্ররা আগামী দিনের ভবিষ্যত। তোমাদের ভাবতে হবে

অধিকার আদায়ের জন্য প্রস্তুত থাকতে হবে। দেশকে সংষ্কার করে এগিয়ে যেতে হবে।

নাহিদ:- যে চিন্তা নিয়ে বিপ্লব করেছি চিন্তা চেতনার নাম এনসিপি। আমরা কল্যাণমূলক রাষ্ট্র গঠন করবো এ চিন্তা নিয়ে আগাবো।

এসময় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা সংগঠক মুকুল মিয়া বলেন," আমাদের নতুন রাজনৈতিক বন্তবস্ত করতে হবে। আমাদের আখাঙ্কার  ভিত্তি করে নতুন রাষ্ট্র গঠন করতে হবে।জাতীর স্বার্থে ঐক্যবদ্ধ হবে হবে। আমূল সংষ্কার করে নতুন সরকার আনতে হবে।

এর আগে ইফতার মাহফিলে  উদ্বোধনী বক্তব্য রাখেন, জুলাই বিপ্লবে শহীদ রাশেদুলের পিতা মোঃ বাচ্চু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির সংগঠক মোজাম্মেল হক  বাবু।


এই বিভাগের আরোও খবর

Logo