রাজবাড়ীতে প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

মোঃ আকিমুর রহমান আলিফ প্রকাশিত: ১০ ডিসেম্বর , ২০২৪ ২৩:৫৩ আপডেট: ১০ ডিসেম্বর , ২০২৪ ২৩:৫৩ পিএম
রাজবাড়ীতে প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের মধুপুর ছকিরন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এস, এম মুসার বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

 রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের মধুপুর ছকিরন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এস, এম মুসার বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার ( ৯ ডিসেম্বর ) রাজবাড়ী সদরের মধুপুর ছকিরুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মোশারফ হোসেন,উক্ত বিদ্যালয়ের সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাজবাড়ী সদর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোঃ শাহীন খান সাবেক সভাপতি মধুপুর ছকিরুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরীপুর পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আখতারি খাতুন, সাংবাদিক রাজু আহমেদসহ শহীদওহাবপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ শিক্ষকতার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত শিক্ষকতা করেছেন, ওনি এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে।আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মুসা কে সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo