বসন্ত উপজেলা প্রতিনিধি
রাজবাড়ীর বসন্তপুর রেলস্টেশনের সামনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের মধুপুর ছকিরন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এস, এম মুসার বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
এছাড়াও নতুন এডহক কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত সদস্য হয়েছেন নাইয়ার সুলতানা। প্রজ্ঞাপনে বলা হয়, এছাড়াও প্রতিষ্ঠাতা কিংবা দাতা সদস্য বা বিদ্যোৎসাহী সদস্যদের মধ্যে থেকে ১জন সদস্য হবেন যা সভাপতি কর্তৃক মনোনীত হবেন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজন সদস্য হবেন এবং পদাধিকার বলে সদস্য সচিব হবেন কলেজের অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু।
গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি'র এবং সদর উপজেলা বিএনপির এবং রাজবাড়ী পৌর বিএনপির যৌথ আয়োজনে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. লিয়াকত আলী বাবু আহবায়ক রাজবাড়ী জেলা বিএনপি।
এ সময় তিনি আরো জানান, উপজেলার ৪ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইন ও ইউনিয়নের সকল এলাকায় ভ্যাক্সিন টিম ওয়ার্ডভিত্তিক ক্যাম্পিং-এর মাধ্যমে পিপিআর রোগের ফ্রি ভ্যাক্সিন দেওয়া হবে। তিনি টিকাদান কার্যক্রমে সকল খামারির সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া, মোঃ রেজাউল করিমন খান সিনিয়র যুগ্ন আহবায়ক, রাজবাড়ী সদর উপজেলা বিএনপি, শহীদ ওহাবপুর ইউনিয়নর বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষকরা জানান, একটি উন্নত আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সুষম সুস্থ্য-পরিছন্ন মানবিক সমাজ গড়ে তোলার জন্য চাই সার্বজনীন শিক্ষার গভীর ও ব্যাপক আয়োজন। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠানের ৯৭% বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা অত্যান্ত জরুরী। একই শিক্ষাগতযোগ্যতা একই বই পড়ানো, একই বোর্ডের আওতায় পরীক্ষা অথচ সরকারী বেসরকারী নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরী করে রাখা হয়েছে।