খানখানাপুরে মহান বিজয় দিবস পালিত

মোঃ আকিমুর রহমান আলিফ প্রকাশিত: ১৭ ডিসেম্বর , ২০২৪ ২২:৪২ আপডেট: ১৭ ডিসেম্বর , ২০২৪ ২২:৪২ পিএম
খানখানাপুরে মহান বিজয় দিবস পালিত
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। খানখানাপুর সুরাজ মোহিনী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজবাড়ী-১ আসনের বিএনপির ত্যাগী নেতা এ্যাডঃ মোঃ আসলাম মিয়ার নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। খানখানাপুর সুরাজমোহিনী ইনিস্টিটিউট এন্ড কলেজের  প্রধান শিক্ষক মুন্সী মোঃ আব্দুল জব্বার, সহকারী প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন সেলিম, খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আহসান হাবিব সাহিন, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনে অংশ নেন। সতাধিক দলের নেতাকর্মীরা এ্যাডঃ মোঃ আসলাম মিয়ার নেতৃত্বে রেলি র্বের করেন। এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া বলেন- খানখানাপুর সুরাজ মোহিনী ইনিস্টিটিউট এন্ড কলেজ থেকে ১৯৮৪ সালে তিনি কৃতৃক্তর সাথে এসএসসি পাশ করেন। ঢাকায় অবস্থান কালেও এই বিদ্যালয়ের কথা সব সময় তার মনে পড়ে। তিনি বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং উন্নয়নের আশ্বাস দেন। রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলা এলাকার চেয়ে খানখানাপুরে তার অনেক স্মৃতি রয়েছে। খানখানাপুর প্রস্তাবিত শহীদ গণি মিনি স্টেডিয়ামে শহীদ জিয়া ক্রিকেট টুর্ণামেন্ট উদ্ভোধন করেন এ্যাডঃ মোঃ আসলাম মিয়া। খেলার আয়োজন করেন- ভয়েস অফ খানখানাপুর ইয়াং টাইগার্স। উদ্ভোধনী খেলায় অংশনেন কুষ্টিয়া জেলার মীর মোশারফ হোসেন ক্লাব ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ক্লাব। ১৬টি জেলার দল এই খেলায় অংশ নিচ্ছে। 

এই বিভাগের আরোও খবর

Logo