রাঙ্গামাটিতে শুরু হয়েছে ৪দিন ব্যাপী রাস মহোৎসব ও রাস পূর্ণিমা মেলা

মোঃ কামরুল ইসলাম ফয়সাল প্রকাশিত: ১৬ নভেম্বর , ২০২৪ ১৯:৫০ আপডেট: ১৬ নভেম্বর , ২০২৪ ১৩:৫৯ পিএম
রাঙ্গামাটিতে শুরু হয়েছে ৪দিন ব্যাপী রাস মহোৎসব ও রাস পূর্ণিমা মেলা
রাঙ্গামাটির শতবর্ষ প্রাচীন মন্দির গৌর নিতাই আশ্রমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের রাস মহোৎসব ও রাস পূর্ণিমা মেলা।

রাঙ্গামাটির শতবর্ষ প্রাচীন মন্দির  গৌর নিতাই আশ্রমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের রাস মহোৎসব ও রাস পূর্ণিমা মেলা।প্রতি বছর অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় ৪ দিনের এই রাস উৎসব।শুক্রবার (১৫ নভেম্বর) রাতে গৌর নিতাই আশ্রমে মহানাম সংকীর্তনের অধিবাস, উলুধ্বনি, ধূপ আর পূজার নৈবেদ্যতে সূচনা হয় রাস মহোৎসবের অনুষ্ঠানের মধ্যে রয়েছে, অষ্টপ্রহর ব্যাপী মহানাম সংকীর্তন, লীলা প্রদর্শনী ও মহাপ্রসাদ বিতরণ । রাস উৎসবকে ঘিরে  বসেছে রাসপূর্ণিমা মেলা। রাস মহোৎসব উপলক্ষে রাঙ্গামাটির বিভিন্ন প্রান্ত থেকে  মন্দিরে  লোক সমাগম ঘটেছে। বিশ্বমানবতার কল্যাণ ও শান্তি কামনায় এ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে বলে জানান আয়োজকরা। আগামী ১৮ নভেম্বর ভোরে শেষ হবে এ রাস উৎসব।

এই বিভাগের আরোও খবর

Logo