রংপুরের পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের অর্ন্তগত কিশামত ছাওলা গ্রামের,মোঃ মোস্তফা মিয়ার বসত বাড়ী থেকে গত ২২/০২/২০২৫ইং রোজ শনিবার বিকেল আনুমা -নিক ৬ ঘটিকার সময়,৯,৪০গ্রাম মাদক জাতীয় গাঁজা সহ দুজন-কে আটক করে,যৌথবাহিনী ইউনিট পীরগাছা।
সূত্রে জানা যায় যে, রংপুরের পীরগাছা উপজে- লার ৫নং ছাওলা ইউনিয়নের অর্ন্তগত কিশামত ছাওলা গ্রাম থেকে বাংলাদেশ সেনাবাহিনী পীর- গাছা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মোঃ মেহেদী হাসান লিয়ন এর নের্তৃত্বে এবং পীরগছা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ধৃত আসামী মোঃ মোস্তফা মিয়া,(৫২)পিতা-মৃত মনির উদ্দিন,সাং-কিশামত ছাওলা,এবং তাহার সহযোগী মোঃসোলা- য়মান(৫৬),মৃত গোলাম হোসেন সাং-আদম কামার- পাড়া,উভয়থানা পীরগাছা জেলা রংপুরদ্বয়কে আট ক,করে যৌথবাহিনী,পরে থানায় এনে,তাদের জিজ্ঞা- সাবাদ করলে,তাহাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের দেখানো জায়গা থেকে,(১নং আসামী মোঃ মোস্তফার বসত বাড়ীর সেমিপাকা দুইচালা বিশিষ্ট টিনের ঘরের বারান্দা হইতে ) ৯,৪০ (নয়শত চল্লিশ গ্রাম) শুকনা গাঁজা ও আসামীদের মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৭৭৫০/ টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, আসামি মোঃ মোস্তফা (৫২), পিতা-মৃত মনির উদ্দিন,সাং-কিশামত ছাওলা,সে দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় এলাকায় সুশীল সমাজ বলেন, তার এই অনৈতিক মাদকদ্রব্য ব্যবসার কারণে এলাকার যুব -সমাজ আজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকা বাসী। এ বিষয়ে, পীরগাছা থানা অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন,আমাদের এই মাদক অভিযা -ন প্রতিনিয়ত অব্যাহত থাকবে।তিনি আরো বলেন এ ব্যাপারে গৃহীতআসামিদের বিরুদ্ধে একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।এবং ২৩/০২/২০২৫ইং আসামি -দেরকে রংপুর জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।