লাইসেন্সবিহীন ২৬ ইজিবাইক ও ২১ অটোরিক্সা আটক
মিরাজুল কবীর টিটো সদর উপজেলা প্রতিনিধি যশোর যানজট নিরসনে ফের অভিযান পরিচালনা করেছে যশোর পৌরসভা ও ট্রাফিক পুলিশ। আটক করা হয়েছে ২৬টি ইজিবাইক , ২১টি অটোরিক্সা । এতথ্য নিশ্চিত করেছে ট্রাফিক অফিস কর্তৃপক্ষ। এর আগে ৪ নভেম্বর অভিযান শুরু করা হলেও পরের দিন থেকে অজ্ঞাত কারনে বন্ধ করে দেয়া হয়।পৌরসভা সূত্র জানায়, যশোর শহরে ৭ হাজার ৩৭১টি ইজিবাইক ও অটোরিক্সা চলাচল করে। এর মধ্যে ইজিবাইক ৪ হাজার ৪৭৮টি ও অটো রিক্সা ২ হাজার ৮৯৩টি। বেশির ভাগ লাইসেন্স বিহীন ইজিবাইক,অটোরিক্সা শহরে চলাচল করায় যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এ কারণে লাইসেন্স বিহীন ইজিবাইক, অটোরিক্সা আটকে সোমবার সকালে অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। এদিন আটক করা হয় ৪৭টি ইজিবাইক, অটোরিক্সা। এর মধ্যে ২৬টি ইজিবাইক ও ২১টি অটোরিক্সা।অভিযানের বিষয়ে পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, শহরে যানজট নিরসনে অভিযান শুরু করা হয়েছে। শহরের মানুষে স্বাচ্ছন্দ্যে চলাচলের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।অভিযানের নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন।এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী কামাল আহমেদ, ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক,মন্টু,দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান নয়ন প্রমুখ।