পরিবেশ দিবসে প্রায় ৩০০ বৃক্ষ বিতরণ বাকৃবি ছাত্রলীগের

মোঃ আশিকুজ্জামান প্রকাশিত: ৬ জুন , ২০২৪ ০৭:৫৬ আপডেট: ৬ জুন , ২০২৪ ০৭:৫৬ এএম
পরিবেশ দিবসে প্রায় ৩০০ বৃক্ষ বিতরণ বাকৃবি ছাত্রলীগের
বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসান বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে অন্যতম ক্ষতির সম্মুখীন হওয়া আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ যেসকল উদ্যোগ ও কর্মকাণ্ড গ্রহণ করেছে তা সরাসরি প্রাণ-প্রকৃতিতে প্রভাব ফেলবে ।

বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)শাখা ছাত্রলীগ।।এসময় প্রায় ৩০০টি গাছের চারা পথচারীদের মাঝে এবং বিভিন্ন হলের অভ্যন্তরে রোপনের জন্যে হল ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে বিতরণ করা হয়।

 

বুধবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টায় দিবসটি উপলক্ষে ছাত্রলীগের দলীয় কার্যালয় প্রাঙ্গনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করা হয়েছে। 


এসময় বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানসহ বাকৃবির প্রায় ১৪টি হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসান বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে অন্যতম ক্ষতির সম্মুখীন হওয়া আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ যেসকল উদ্যোগ ও কর্মকাণ্ড গ্রহণ করেছে তা সরাসরি প্রাণ-প্রকৃতিতে প্রভাব ফেলবে ।


দেশের মানুষকে জলবায়ু ও পরিবেশ সম্পর্কে গভীরভাবে সচতেন করবে, তাপ প্রবাহজনিত স্বাস্থ্য ঝুঁকি প্রশমণ করবে, জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখবে। জলবায়ুর নেতিবাচক প্রভাব প্রশমনে বাংলাদেশের তরুণদের এই প্রচেষ্টা আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্যান্য সমাজ ও রাষ্ট্রের তরুণদের অনুপ্রাণিত করবে।

এই বিভাগের আরোও খবর

Logo