যশোরে শিলাবৃষ্টি ও ঝড়ে চার উপজেলার ৪ হাজার ৯০১ হেক্টর জমির ধানের ক্ষতি

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:২৭ আপডেট: ২৯ এপ্রিল , ২০২৫ ১১:২৭ এএম
যশোরে শিলাবৃষ্টি ও ঝড়ে চার উপজেলার ৪ হাজার ৯০১ হেক্টর জমির ধানের ক্ষতি
যশোরে শিলাবৃষ্টি ও ঝড়ে কৃষকদের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতিতে কৃষকদের মাথায় বাস পড়েছে

যশোরে শিলাবৃষ্টি ও ঝড়ে কৃষকদের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতিতে কৃষকদের মাথায় বাস পড়েছে। বৃষ্টিতে চার উপজেলার ৪ হাজার ৯০১ হেক্টর জমির ধানের ক্ষতি হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
 বিমানবন্দর সংলগ্ন আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দুপুর ২টার দিকে আকাশ অন্ধকার হয়ে আসে। শিলাবৃষ্টি শুরু হয় দুপুর ২টা ২৫ মিনিটে। থেমে থেমে বৃষ্টি হয় বিকেল ৪টা ২০ মিনিট। বৃষ্টির পরিমান ৬ মিলিমিটার। সেই ৩৫ কিলোমিটার বেগে ঝড় হয়।
এতে করে সদর সহচার উপজেলার কাচা বাড়ি ঘর, ও ধানের ক্ষতি হয়েছে। ধানের বেশি ক্ষতি হওয়ায় করে কৃষকদের মাথায় বাস পড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন জানান, দুপুরের শিলা বৃষ্টিতে সদরসহ চার উপজেলায় ৪ হাজার ৯০১ হেক্টর জমির ধানের ক্ষতি হয়েছে। চৌগাছা উপজেলায়  ক্ষতি হয়েছে ১ হাজার ২০৪ হেক্টর জমির ধান। সদরে  ১ হাজার ৮৬০ হেক্টর ও শার্শা ও বাঘারপাড়া উপজেলায় ১ হাজার ৬৫৭ হেক্টর জমির ধান। তিনি জানান সদরের সদর উপজেলার চুড়ামনকাটিহৈবতপুর ইউনিয়নের রসুলপুর, বেনেয়ালি, হাপানিয়া লাউখালী, ভাগলপুরসহ পার্শ্ববর্তী এলাকায় ঝড়ের সাথে ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে। রসুলপুর গ্রামের হযরত আলী জানান, বৃষ্টির সাথে বড় বড় শিলা পড়ায় উঠতি ধান এবং পটল, সীম বরবটি , পুই শাকসহ নানা সবজি এবং আম লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।
শিলা বৃষ্টিতে ও ঝড়ে কাচা  ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এক্ষতির তথ্য সংগ্রহ কাজ চলছে বলে জানান জেরা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের।

এই বিভাগের আরোও খবর

Logo