বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, আজও ভ্রাম্যমান আদালতে ১ জনের ১ বছর কারাদণ্ড

মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর , ২০২৩ ১৩:০৭ আপডেট: ১৪ সেপ্টেম্বর , ২০২৩ ১৩:০৭ পিএম
বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, আজও ভ্রাম্যমান আদালতে ১ জনের ১ বছর কারাদণ্ড

শফিকুল নামের এক বহিরাগত বেশ কিছুদিন থেকে বাহাদুর হাট এলাকায় মাদক সেবন ও বিক্রি করে আসছিল। ইংরেজি গত ১৩ সেপ্টেম্বর'২০২৩ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলার সুযোগ্য ইউএনও মোঃ ফজলে এলাহী এবং বীরগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক পুলিশ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এতে পলাশবাড়ীর সহরাবের ছেলে শফিকুল (৩৫) মাদকাসক্ত অবস্থায় হাতেনাতে আটক হয়। তার স্থায়ী ঠিকানা বিরামপুর বলে জানিয়েছে। ভ্রাম্যমান আদালত তাকে ১ বছর কারাদন্ড প্রদান করে। গতকাল রাতেও জাহিদ নামের একজনকে ৩ মাসের সাজা দিয়ে একইভাবে কারাগারে পাঠানো হয়েছে।প্রশাসনের প্রতিনিয়ত তথা লাগাতার অভিযানে নেশাখোরদের গোপন আস্তানা গুলো অনিরাপদ হয়ে উঠেছে এবং খোরেরা চরম দৌড়ের উপর রয়েছে বলে সচেতন মহল মনে করেন।

এই বিভাগের আরোও খবর

Logo