সাউথ আফ্রিকাকে পরাজিত করে সমতায় সিরিজ শেষ করলো ভারত

প্রমিত দেবনাথ প্রকাশিত: ৫ জানুয়ারী , ২০২৪ ০৮:৫৭ আপডেট: ৫ জানুয়ারী , ২০২৪ ০৮:৫৭ এএম
সাউথ আফ্রিকাকে পরাজিত করে সমতায় সিরিজ শেষ করলো ভারত
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে সাউথ আফ্রিকাকে ৭ উইকেটে পরাজিত করেছে ভারত। ৩ জানুয়ারি শুরু হওয়া ম্যাচটিতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় স্বাগতিক সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় দলটি। ভারতের পক্ষে ওই ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট লাভ করেন ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ।


দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে সাউথ আফ্রিকাকে ৭ উইকেটে পরাজিত করেছে ভারত। ৩ জানুয়ারি শুরু হওয়া ম্যাচটিতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় স্বাগতিক সাউথ আফ্রিকা। প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় দলটি। ভারতের পক্ষে ওই ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট লাভ করেন ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ। 


নিজেদের প্রথম ইনিংসে ভারতও খুব একটা সুবিধা করতে পারেনি। ১৫৩ রানে শেষ হয় ভারতের ইনিংস। রাবাদা, এনগিদি ও বার্গার প্রত্যেকেই তিনটি করে উইকেট লাভ করেন। 


দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারো ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। জাসপ্রিত বুমরাহ একাই ৬ উইকেট তুলে নিলে দলীয় ১৭৬ রানে থামে সাউথ আফ্রিকার ইনিংস। ৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সহজ জয় পায় ভারত। অধিনায়ক রোহিত শর্মা ১৭ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ৬ এবং পরের ইনিংসে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন জাসপ্রিত বুমরাহ। সিরিজসেরা হন ডিন এলগার। সিরিজের প্রথম ম্যাচে জয় পায় স্বাগতিকরা।

এই বিভাগের আরোও খবর

Logo