অদ্য ১৯ এপ্রিল ২০২৫ খ্রিঃ ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলসেড এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, ঝালকাঠি জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, ঝালকাঠি মহোদয়। এ-সময় পুলিশ সুপার মহোদয় সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষনিক সমাধান করেন। তিনি অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা, মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অতঃপর পুলিশ পরিদর্শক (সশস্ত্র)/জনাব মোঃ মোতালেব হোসেন, এসআই(নিরস্ত্র)/মোঃ জাকির হোসেন, টিএসআই/মোঃ ইয়াসিন উদ্দিন তালুকদার, কনস্টেবল/আব্দুল হক হাওলাদার, কনস্টেবল/কেএম আনোয়ারুল কুদ্দুস দের অবসর জনিত বিদায় উপলক্ষে সুযোগ্য পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।
এছাড়াও অফিসার ও ফোর্সের কর্মতৎপরতা ও মনোবল বৃদ্ধিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব মোঃ ইসমাইল হোসেন, অফিসার ইনচার্জ, রাজাপুর থানা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে এসআই(নিরস্ত্র)/সুজন চন্দ্র রায়, জেলা গোয়েন্দা শাখা, ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ অফিসার হিসেবে এএসআই(নিরস্ত্র)/মোঃ মনজুর আলম, রাজাপুর থানা দেরকে সহ দাপ্তরিক কাজে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় এএসআই(নিরস্ত্র)/মোঃ গোলাম মর্তুজা, এটিএসআই/মোঃ মাসুম আকন, এটিএসআই/মোঃ জাকির হোসেন, সর্ব কর্মস্থল- কোর্ট পুলিশ পরিদর্শক এর কার্যালয়, ঝালকঠি’দের পুলিশ সুপার মহোদয় সম্মাননা সনদ ও বিশেষ পুরস্কার প্রদান করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব এস.এম বায়জীদ ইবনে আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ঝালকাঠি মহোদয়, জনাব মোঃ শাহ্ আলম, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল), ঝালকাঠি মহোদয় এবং জনাব মোহাঃ আব্দুর রাশেদ, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার, ঝালকাঠি মহোদয়সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগন।