ধলনগরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মহানামযজ্ঞ ও গ্রামীণ মেলা

মাহাবুব হোসেন প্রকাশিত: ১৮ মে , ২০২৪ ০৭:৫১ আপডেট: ১৮ মে , ২০২৪ ০৭:৫১ এএম
ধলনগরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মহানামযজ্ঞ ও গ্রামীণ মেলা
বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় কুষ্টিয়ার কুমারখালীর ধলনগর কালী মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে প্রায় দুই শত বছরের অধিক সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী ২৪ প্রহরব্যাপী অখন্ড তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও গ্রামীণ মেলা।

বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় কুষ্টিয়ার কুমারখালীর ধলনগর কালী মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে প্রায় দুই শত বছরের অধিক সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী ২৪ প্রহরব্যাপী অখন্ড তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও গ্রামীণ মেলা। 

১৫' মে বুধবার দিবাগত রাতে মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কির্তনের মধ্যে দিয়ে শুরু হওয়া ৫দিন ব্যাপি মহা নামযজ্ঞানুষ্ঠান শেষ হবে আগামী রবিবার কুঞ্জভঙ্গ, নাম সমাপনী ও ভোগরাগের পর প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে।

ঐতিহ্যবাহী মহানামযজ্ঞ ও গ্রামীণ মেলাকে ঘিরে হাজারো ভক্তের পদচারণায় উৎসব অঙ্গন হয়ে উঠেছে মেলাস্থল। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় বইছে উৎসবের আমেজ। মন্দিরে আগত ভক্তদের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা। সেইসাথে চলছে প্রসাদ বিতরণ।

এই বিভাগের আরোও খবর

Logo