যশোরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১৮ নভেম্বর , ২০২৩ ০৭:৩৮ আপডেট: ১৮ নভেম্বর , ২০২৩ ০৭:৩৮ এএম
যশোরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
যশোরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ডাঃআব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

যশোরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ডাঃআব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা ক্রীড়া কার্যালয় আয়োজনে ও স্বপ্নতরী যশোরের সহযোগিতায় সদর উপজেলার বিভিন্ন স্কুলের পঞ্চাশের অধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোর অংশ নেয়। প্রতিযোতিায় ছেলে-মেয়েদের ৫০ মিটার দৌড়, চেয়ার সেটিং, ঝুড়িতে বল নিক্ষেপসহ ৫টি খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর।

যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নুরুল আরিফিনের পরিচালনায় উপস্থিত ছিলেন, যশোর জেলা নকশী কাঁথা অ্যাসোসিয়শনের সভাপতি মরিয়ম নার্গিস, স্বপ্নতরী যশোরের সভাপতি ওয়াদুদুর রহমান রানা, কোষাধক্ষ্য শাহীনুর আক্তার, সদস্য বীণা, নাসিম, সুবহানা, কুসুম ও অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।

এই বিভাগের আরোও খবর

Logo