যশোরে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভা

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৩ মার্চ , ২০২৪ ১৭:৩৬ আপডেট: ৩ মার্চ , ২০২৪ ১৭:৩৬ পিএম
যশোরে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভা
র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে যশোরে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে যশোরে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান জানান, ভোটার তালিকা হালনাগাদ ২০২৩ সালের  ভোটার সংখ্যা ২ মার্চ পর্যন্ত প্রকাশিতব্য চুড়ান্ত ভোটার সংখ্যা ২৩ লাখ ৭১ হাজার ৬৫৭ । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভোটার বেড়েছে ৩২ হাজার ৬০২ জন। ওই সময় পর্যন্ত জেলার মোট ভোটার সংখ্যা ছিল ২৩ লাখ ৩৯ হাজার ৫৫ । ২৩ লাখ ৭১ হাজার ৬৫৭ ভোটারের মধ্যে পুরুষ ১১ লাখ ৯৫ হাজার ৯০৫, মহিলা ১১ লাখ  ৭৫ হাজার ৭৩৪ ও হিজড়া ভোটার ১৮।

সদর উপজেলায় মোট ভোটার ৬ লাখ  ১৯ হাজার ৫৫৩। এর মধ্যে পুরুষ ৩ লাখ ১৩ হাজার ৮৪১, মহিলা ভোটার ৩ লাখ ৫ হাজার ৭০৪ ও হিজড়া ভোটার ৮। শার্শায় মোট ভোটার  ২ লাখ ৯৯ হাজার ৪৪২ । পুরুষ  ১ লাখ ৫০ হাজার ৪১৬, মহিলা ভোটার ১ লাখ ৪৯ হাজার ২৪, হিজড়া ভোটার ২জন। ঝিকরগাছায় মোট ভোটার ২ লাখ ৬৩ হাজার  ২৪৪। পুরুষ  ১ লাখ ৩২ হাজার ২৫, মহিলা  ১ লাখ ৩১ হাজার ২১৯। চৌগাছায় মোট ভোটার ১ লাখ ৯৯ হাজার ৩৮৪। পুরুষ ১ লাখ ১ হাজার ৪৫ ,মহিলা৯৮ হাজার ৩৩৯। বাঘারপাড়ায় মোট ভোটার ১ লাখ ৮৯ হাজার ৯৪৩। পুরুষ ৯৫ হাজার ৮২১ মহিলা ৯৪ হাজার ১২০, হিজড়া ভোটার ২। অভয়নগরে মোট ভোটার ২ লাখ ১৮ হাজার ৪৭৩ । পুরুষ ১ লাখ ৮ হাজার ৬১১, মহিলা ১ লাখ ৯ হাজার ৮৬০, হিজড়া ভোটার ২। মনিরামপুরে ৩ লাখ ৬০ হাজার ৬৮৯। পুরুষ ১ লাখ ৮২ হাজার ৩৮৪, মহিলা ১ লাখ ৭৮ হাজার ৩০৩, হিজড়া ভোটার ২। কেশবপুরে মোট ভোটার  ২ লাখ ২০ হাজার ৯২৯। পুরুষ ১ লাখ ১১ হাজার ৭৬২, মহিলা ১ লাখ ৯ হাজার ১৬৫, হিজড়া ভোটার ২ জন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের ¯’ানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। তিনি বলেন, গনতান্ত্রিক ব্যব¯’ায় নিজের মতামত প্রকাশ করতে হলে ভোটার হতে হবে। ভোটার হতে হলে নিজের সঠিক তথ্য নির্বাচন অফিসে দিতে হবে। জাতীয় পরিচয় পত্র একজন নাগরিকের গুরুত্বপূর্ণ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুরই আলম সিদ্দিকী।

এসময় বক্তব্য রাখেন  জেলা ভোটার দিবস উদযাপন কমিটির সদস্য প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। উপস্তিত ছিলেন  জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo