মোল্লাহাটে বিএনপি'র সমাবেশ চলাকালিন বিবাদমান দুটি গ্রুপের সংঘর্ষ এড়াতে প্রশাসনের ১৪৪ ধারা জারি

এম এম জাকীর হোসেন প্রকাশিত: ৪ ডিসেম্বর , ২০২৪ ২২:০৫ আপডেট: ৪ ডিসেম্বর , ২০২৪ ২২:০৫ পিএম
মোল্লাহাটে বিএনপি'র সমাবেশ চলাকালিন বিবাদমান দুটি গ্রুপের  সংঘর্ষ এড়াতে প্রশাসনের ১৪৪ ধারা জারি
মোল্লাহাটে বিএনপি'র সমাবেশ চলাকালিন বিবাদমান দুটি গ্রুপের সংঘর্ষ এড়াতে প্রশাসনের ১৪৪ ধারা জারি

বাগেরহাট জেলার মোল্লাহাটে উপজেলা বিএনপি'র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ চলাকালীন বর্ধমান দুটি গ্রুপের সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।  মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলা বিএনপি'র আয়োজনে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে আদালত অব্যাহতি দেওয়ায় এ আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে বিএনপি'র দুটি গ্রুপের বিবাদমান পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারী পুলিশ ও আনসার বাহিনীর টহল জোরদার করেন। এমতাবস্থায় সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির সমাবেশ সংক্ষিপ্ত ঘোষণা করা হয়। এরপর  সেনাবাহিনীর পক্ষ থেকে  ১০ মিনিটের মধ্যে সমাবেশ স্থল ত্যাগ করার কথা বলা হয় এবং  মোল্লাহাট বাজারের পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম মিয়া, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী।

এই বিভাগের আরোও খবর

Logo