মসজিদের ঈমাম মায়নুল হত্যা চেষ্টা মামলায় সাবেক ইউপি মেম্বার গ্রেফতার

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ২০ জানুয়ারী , ২০২৫ ২০:৫৫ আপডেট: ২০ জানুয়ারী , ২০২৫ ২০:৫৫ পিএম
মসজিদের ঈমাম মায়নুল হত্যা চেষ্টা মামলায় সাবেক ইউপি মেম্বার গ্রেফতার
ঝালকাঠির কাঁঠালিয়ায় হত্যা চেষ্টা মামলার আসামী সাবেক ইউপি মেম্বার মোঃ এনামুল হক রেন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

 রোববার (১৯ জানুয়ারী) তারাবুনিয়া তদন্ত কেন্দ্রের এসআই ফিরোজ আলমের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এনামুল হক রেন্টু (৪৫) উপজেলার তারাবুনিয়া গ্রামের মৃত আমজাদ আলী হাওলাদারের ছেলে ও পাটিখালঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। বিষয়টি নিশ্চিত করে থানা সূত্রে জানা যায়, উপজেলার তারাবুনিয়া গ্রামের শাহজাহান হাওলাদারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে সাবেক ইউপি মেম্বার রেন্টুর। এর জেরে গত বছরে (১৬ ডিসেম্বর) রাত ৮টার সময় শাহজাহান হাওলাদারের ছেলে মসজিদের ঈমাম মায়নুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় গত ২১ ডিসেম্বর আহতের পিতা শাহজাহান হাওলাদার বাদী হয়ে থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। এ মামলায় থাকে গ্রেফতার করা হয় । থানার ওসি মংচেনলা জানান, গ্রেফতারকৃত আসামী এনামুল হক রেন্টুকে কোর্টে চালান করা হয়েছে। 

এই বিভাগের আরোও খবর

Logo